গলায় বিষধর গোখরো পেঁচিয়ে রাস্তায় ঘোরেন মদ্যপ প্রৌঢ়, তারপর যা ঘটল দেখে আঁতকে উঠল নেটপাড়া – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজের বাড়ির উঠোনে মুরগির খাঁচা পরিষ্কার করতে গিয়েছিলেন এক প্রৌঢ়। আচমকাই বিষধর গোখরোর কামড় খান তিনি। তাতে প্রচণ্ড রেগে গিয়ে প্রতিশোধের নেশায় সাপটিকে ধরে গলায় পেঁচিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। মদের নেশায় বুঁদ হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায়। প্রৌঢ়ের কাণ্ড দেখে থ হয়ে যান গ্রামবাসীরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তিনি সাপটিকে দিয়ে ভয় দেখাতে থাকেন এবং গ্রামবাসীদের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করেন।

সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে লুঙ্গি পরা ওই ব্যক্তি সাপটিকে গলায় পেঁচিয়ে চিৎকার করে বলছেন, “আমাকে কামড়ানো, মজা দেখাচ্ছি।” গ্রামবাসীরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনি উল্টো তাদের দিকেই সাপটি ছুঁড়ে মারতে উদ্যত হন।

বিপজ্জনক এই পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয় যখন ওই প্রৌঢ় সাপটিকে হাতে নিয়ে স্টান্ট দেখাতে শুরু করেন। গোখরোটি তাকে দ্বিতীয়বার কামড় দেয়। এরপর গ্রামবাসীরা দ্রুত তার কাছ থেকে সাপটি ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন। প্রৌঢ়কে দ্রুত চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি বিপন্মুক্ত এবং চিকিৎসাধীন আছেন। ঘটনাটির ভিডিও ‘তেলুগুস্ক্রাইব’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে, যা দেখে অনেকেই আঁতকে উঠেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *