দুর্গাপুজোর আগেই বাড়ি থেকে সরান এই ৪ জিনিস, নইলে ক্ষুব্ধ হবেন দেবী – এবেলা
এবেলা ডেস্কঃ
আর মাত্র কয়েকটা দিন। এরপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহাষষ্ঠীর দিন দেবীর বোধন হবে। মা দুর্গার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে মণ্ডপ ও বাড়ি। এই সময় ভক্তরা দেবীর আশীর্বাদ পেতে সবরকম প্রস্তুতি নেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার কৃপা পেতে ভক্তির পাশাপাশি আপনার বাড়িতে কিছু জিনিস থাকা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে, কয়েকটি জিনিস নেগেটিভ এনার্জি তৈরি করে, যা সংসারে অমঙ্গল ডেকে আনে।
মা দুর্গা মর্ত্যে আসার আগেই সেইসব জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। যেমন, বাড়িতে ভাঙা মূর্তি রাখা উচিত নয়, কারণ এর ফলে দেবী রুষ্ট হতে পারেন। এছাড়াও যদি আপনার বাড়িতে অনেক দিন ধরে কোনও ঘড়ি বন্ধ থাকে, তাহলে পুজো শুরুর আগেই তা সারিয়ে নিন কিংবা সরিয়ে ফেলুন। বাস্তু মতে, বন্ধ ঘড়ি খারাপ সময়ের ইঙ্গিত দেয়। একইভাবে, এই সময়ে বাড়িতে পেঁয়াজ ও রসুন রাখা অশুভ। তাই দেবীর পুজোর আগে সেইগুলিও সরিয়ে ফেলুন। এছাড়াও পুরোনো ছেঁড়া চটি বা জুতো বাড়িতে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করতে পারে। তাই দেবীপক্ষের আগেই এইগুলি সরিয়ে ফেলুন।