পৃথিবীর একমাত্র ব্যক্তি যার সম্পদ সকল রেকর্ড ভেঙে দিয়েছে! ৬০,০০০ চাকর, ১০০টি সোনার উট, আর সেই যাত্রা যা ইতিহাস বদলে দিয়েছে! – এবেলা

এবেলা ডেস্কঃ

আমাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস বা টেসলার প্রধান ইলন মাস্কের মতো ধনকুবেরদের কথা আমরা সবাই জানি। কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন, যাঁর সম্পদ আজকের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। এই মানুষটির নাম মনসা মুসা।

কে এই মনসা মুসা?

মনসা মুসা ছিলেন ১৪শ শতাব্দীর পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট। ১২৮০ সালে জন্ম নেওয়া মুসা ১৩১২ সালে সিংহাসনে বসেন। তাঁর সাম্রাজ্য জুড়ে ছিল বর্তমান সময়ের আইভরি কোস্ট, সেনেগাল, মালি, এবং বুর্কিনা ফাসো-এর মতো একাধিক দেশ। বলা হয়, ইতিহাসের পাতায় তিনিই এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি।

যদি আজকের মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করা হয়, তবে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ বিলিয়ন ডলার। এই পরিমাণ সম্পদ জেফ বেজোসের বর্তমান সম্পদের প্রায় দ্বিগুণ। তাঁর এই বিপুল সম্পদের উৎস ছিল মূলত রাজ্যের খনি থেকে পাওয়া প্রচুর প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে সোনা ছিল প্রধান।

এক হজযাত্রাই ইতিহাসে অমর করে দেয় তাঁকে

মনসা মুসার বিশাল ধনসম্পত্তির কথা তখনই সবার নজরে আসে যখন তিনি ১৩২৪ সালে মক্কায় হজ পালনের জন্য যাত্রা করেন। ইতিহাসবিদদের মতে, এটি ছিল সাহারা মরুভূমি পার হওয়া সবচেয়ে বড় কাফেলা।

এই সফরে তিনি নিজের সঙ্গে নিয়েছিলেন ৬০ হাজার মানুষ, যার মধ্যে ছিল ১২ হাজার দাস এবং ৬০ হাজার গোলাম। এছাড়াও ছিল ১০০টি উট, যাদের প্রতিটি বোঝাই ছিল সোনা দিয়ে। ইতিহাসবিদদের ধারণা, এই সফরে মুসা প্রায় ১৮ টন সোনা সঙ্গে নিয়েছিলেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় এক বিলিয়ন ডলার।

মুসার করুণা ও উদারতা

বলা হয়, মনসা মুসা ছিলেন অত্যন্ত দয়ালু। তাঁর কাছে সাহায্য চাইতে আসা কাউকে তিনি খালি হাতে ফেরাতেন না। মুসার এই উদারতার কারণে মিশরের কায়রো শহরে তাঁর উপস্থিতিতে সোনার দাম অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *