বিস্ময়কর! শুধু এক রাতের ডিনারে উধাও ১.৮ লাখ টাকা, কী আছে এই রেস্তোরাঁর মেনুতে? – এবেলা
এবেলা ডেস্কঃ
বড় রেস্তোরাঁ মানেই বড় বিল, এটা সবারই জানা। কিন্তু রাতের খাবার খেয়েই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে, এমনটা শুনেছেন কি? লন্ডন থেকে এমন ঘটনাই সামনে এসেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি যুক্তরাজ্যের লন্ডন শহরের। একজন যুবক তার চার বন্ধুকে নিয়ে নৈশভোজ করতে গিয়েছিলেন লন্ডন শহরের সবচেয়ে দামি রেস্তোরাঁগুলোর একটিতে। খাওয়া শেষে যখন বিল এল, তখন তার চোখ কপালে। বিলের অঙ্ক এতটাই বিশাল ছিল যে, তা দেখে যুবক রীতিমতো চিন্তায় পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় সেই বিলের ছবি পোস্ট করে তিনি লেখেন, “এক রাতের ডিনারে আমার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেল!”
ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে লন্ডনের জনপ্রিয় ‘সল্ট বে’-এর নুসর-এট স্টেকহাউস রেস্তোরাঁয়। যুবক তার বন্ধুদের নিয়ে সেখানে গিয়েছিলেন। বিল দেখে তিনি হতবাক হয়ে যান। জানা যায়, তাদের মোট বিল হয়েছিল ১,৮১২.৪০ ব্রিটিশ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৮২ হাজার টাকার সমান।
বিলটি ভালোভাবে দেখলে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে একটি খাবারের দাম ছিল ৬৩ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, ৪টি রেড বুলের দাম নেওয়া হয়েছে ৪৪ ব্রিটিশ পাউন্ড। সব মিলিয়ে, শুধুমাত্র সার্ভিস চার্জ বাবদই বিলের সঙ্গে যোগ করা হয়েছিল ২৪ হাজার টাকা।
এই বিলের ছবি শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এই পোস্টে লাইক এবং রিটুইট করেছেন। অনেকে রেস্তোরাঁটির এমন অত্যধিক দাম নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তবে, এটি কোনো সাধারণ রেস্তোরাঁ নয়। এটি বিখ্যাত তুর্কি শেফ নুসরেত গোকেসের মালিকানাধীন, যিনি ‘সল্ট বে’ নামেও পরিচিত। ২০১৭ সালে তার মাংসের ওপর লবণ ছিটানোর বিশেষ কায়দা ভাইরাল হওয়ার পর থেকেই তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩ কোটির বেশি। তার এই জনপ্রিয়তার কারণেই রেস্তোরাঁটি এত আকর্ষণীয় ও ব্যয়বহুল।