দাম কমল জিএসটির, কিন্তু আপনার খরচ কমছে না কেন? কড়া নজরদারিতে কেন্দ্র!
কেন্দ্রের নতুন জিএসটি কাঠামো চালু হয়েছে সোমবার থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে ‘সাশ্রয় উৎসব পর্ব’ বলে অভিহিত করেছেন এবং জনগণকে চিঠিও লিখেছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটি নিশ্চিত করা যে জিএসটি কমার ১০০ শতাংশ সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কি না। পুরোনো প্যাকেজিং ব্যবহার করে কেউ এমআরপি বাড়িয়ে কম জিএসটির সুবিধা জনগণকে না দিয়ে পুরোনো দামেই পণ্য বিক্রি করছে কি না, তা খতিয়ে দেখতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
২০১৭ সালে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি জিএসটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল, যার লক্ষ্য ছিল নতুন কর কাঠামোর প্রভাব পর্যবেক্ষণ করা। আট বছর পর আবার নতুন একটি উচ্চপর্যায়ের নজরদারি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অর্থ, কর্পোরেট অ্যাফেয়ার্স, ভোক্তা ও বাণিজ্য মন্ত্রণালয় থাকবে।
এই কমিটি প্যাকেজিংয়ের কারণে পুরোনো জিএসটি হার আদায় করছে এমন কো ম্পা নিগুলোর ওপর কড়া নজরদারি চালাবে। যেসব প্রতিষ্ঠান এমআরপি বাড়িয়ে জিএসটি কমার সুবিধা জনগণকে দিচ্ছে না, তাদের চিহ্নিত করাই হবে এই কমিটির প্রধান কাজ।
কমিটির পাশাপাশি একটি অভিযোগ গ্রহণ কেন্দ্র ও টোল ফ্রি নম্বরও চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ প্রমাণ-সহ অভিযোগ জানাতে পারবে। কেন্দ্র রাজ্য সরকারগুলোকেও এমন কমিটি বা জন অভিযোগ কেন্দ্র চালু করার অনুরোধ জানাবে। জিএসটি যেহেতু কেন্দ্র ও রাজ্য উভয়েরই স্বার্থের বিষয়, তাই রাজ্যগুলোকেও এই নজরদারি প্রক্রিয়ায় যুক্ত করতে চাইছে কেন্দ্র। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে নতুন জিএসটি কাঠামোর প্রভাব ও সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে।