পুজো উদ্বোধনে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, নাম না করে কাদের নিশানা করলেন মমতা? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: দুর্গাপূজার উদ্বোধনী মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “আমার মাতৃভাষাকে কেউ আসাম্মান করলে আমি ছেড়ে কথা বলার লোক নই। কেউ যেন আমার ভাষাকে আঘাত না করে।” বাংলা ও বাঙালির স্বার্থরক্ষায় শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও বার্তা দেন মুখ্যমন্ত্রী।
সোমবার কলকাতার বেশ কয়েকটি বড় দুর্গা পুজোর উদ্বোধন করেন মমতা। এর মধ্যে ছিল খিদিরপুর ২৫ পল্লী, খিদিরপুর ৭৪ পল্লী, আলিপুর সর্বজনীন, কোলাহল, বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামন্দির, আদি বালিগঞ্জ, ২১ পল্লী, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব ও কালীঘাট মিলন সংঘ। এই বিভিন্ন পুজো মণ্ডপে তিনি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। আলিপুর কোলাহলে নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান এবং ২১ পল্লিতে ছবিও আঁকেন তিনি।
বিভিন্ন পুজো মণ্ডপে দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তোলেন। তিনি বলেন, “দেবীপক্ষে দাঁড়িয়ে বলছি, সব এক পক্ষ করবেন না। মানুষের পক্ষ করুন। দেশের জন্য কাজ করুন। আর আমি লড়াই করতে অভ্যস্ত। লড়াই করে বুঝে নেব।” সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠেছে এবং বিজেপি নেতাদের বিরুদ্ধেও বাংলা ভাষাকে অপমানের অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাকে নবজাগরণের মাটি উল্লেখ করে মমতা আরও বলেন, “আমার মাতৃভাষার উপর সন্ত্রাস মানব না। বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না। আমরা যেমন নিজের ভাষাকে ভালোবাসি, তেমনই দেশের সব ভাষার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমি মনে করি, বিভেদ করলে দেশ ভালো থাকে না। আমাদের দেশে সব ভাষা, সব ধর্মের মানুষের সহাবস্থান।”