জিএসটি নিয়ে মোদিকে মমতার খোঁচা, অভিষেক বললেন ‘বিজেপি শূন্য হলে জিএসটিও শূন্য’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: জিএসটির নতুন কর কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই বাহবা নিন না কেন, এর পেছনে বাংলার লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি হারলে কর কমবে।

সোমবার থেকে কার্যকর হওয়া জিএসটির নতুন কর ব্যবস্থা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। বিজেপির পক্ষ থেকে এই সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব হিসেবে প্রচার করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গ বিজেপি তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, ‘কমল জিএসটি, হল সাশ্রয়, ধন্যবাদ মোদি সরকার।’

এর পাল্টা দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপূজার উদ্বোধনী মঞ্চ থেকে জিএসটি প্রসঙ্গ তুলে ধরে নাম না করে মোদিকে আক্রমণ করেন তিনি। মমতা বলেন, ‘ক্রেডিট নিচ্ছেন আর আত্মনির্ভরতার কথা বলছেন। কিন্তু আমরাই প্রথম বিষয়টি তুলে ধরেছিলাম। এটা কেন্দ্রের কৃতিত্ব নয়, রাজ্যের জন্যই হয়েছে। সাধারণ মানুষ আজ সুরাহা পাচ্ছেন আমাদের জন্যই।’

মমতা আরও অভিযোগ করেন, কেন্দ্র সরকার শুধু প্রচার করছে কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। নতুন জিএসটি ব্যবস্থায় রাজ্যের ২০ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। এর ওপর কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। তবে রাজ্যের মানুষের ভালোর জন্য এই লোকসান মেনে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে জিএসটি প্রসঙ্গে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন জিএসটি বাঁচাও উৎসব। তাহলে যেদিন থেকে জিএসটি কার্যকর হয়েছে, সেদিন থেকে এতদিন কি জিএসটি লুট উৎসব চলছিল?’

অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, চাপে পড়েই মোদি জিএসটি কমাতে বাধ্য হয়েছেন। বিজেপি ২৪০টি লোকসভা আসনে নেমেছে বলেই জিএসটি কমিয়েছে। ‘বিজেপি হারলে ট্যাক্স কমবে। বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে, আজ এটা প্রমাণিত। তাই দেশে বিজেপি শূন্য হলে জিএসটিও শূন্য হবে,’ বলেন তিনি।

এছাড়াও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে অভিষেক বলেন, ইডি, সিবিআইয়ের ভূমিকায় তাদের নিরপেক্ষ বলা যায় না। ‘বিজেপির কাছে আছে দুটি ‘ই’—একদিকে ‘ইডি’ আর একদিকে ‘ইসিআই’ (ভারতের নির্বাচন কমিশন)। সেখানে আমাদের কাছে মা-মাটি-মানুষ। তাই অভিষেকের চ্যালেঞ্জ, ই-স্কোয়্যার বনাম এম-কিউব। বিজেপি ক্ষমতা থাকলে রুখে দেখাক,’ বলেন তিনি। এই দিন ডায়মন্ডহারবার পুলিশ জেলার দুর্গাপূজার গাইড ম্যাপ ও টেলিফোন ডিরেক্টরি উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *