অপহৃত শিশুকন্যার খোঁজ মিলল অধ্যাপিকার ভাইয়ের ফ্ল্যাটে! কী কারণে অপহরণ, তৈরি হচ্ছে রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
দমদম স্টেশন থেকে অপহৃত পাঁচ বছরের শিশুকন্যার সন্ধান মিলল শেষমেশ। এক অধ্যাপিকা, তাঁর মেয়ে এবং ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এই অপহরণের নেপথ্যে কী কারণ, তা নিয়েই বাড়ছে রহস্য। পাচারচক্র, নাকি অন্য কোনো বড় কারণ লুকিয়ে আছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
গত ১৭ সেপ্টেম্বর দমদম স্টেশন চত্বর থেকে অপহৃত হয় পাঁচ বছরের ওই শিশু। তার মা সিঁথি থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, একটি তরুণী শিশুটিকে নিয়ে গিয়েছে। এরপর ওই ফুটেজ বিশ্লেষণ করে গড়িয়া স্টেশন পর্যন্ত তাদের গতিবিধি অনুসরণ করা হয়। সেখানে তরুণীর সঙ্গে এক অধ্যাপিকা যোগ দেন এবং তারা একটি ফ্ল্যাটে যান। পরের দিন শিশুটিকে কসবার একটি বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অধ্যাপিকা, তাঁর মেয়ে ও ভাইকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত অধ্যাপিকার নাম অরুণিমা চন্দ। তিনি দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের পদার্থবিদ্যার সহকারী অধ্যাপিকা। তাঁর মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী এবং ভাই অনুপভ চন্দকেও গ্রেফতার করা হয়েছে। তবে, এই অপহরণের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অধ্যাপিকা পুলিশকে জানিয়েছেন যে তাঁর মেয়ের শিশুটির প্রতি ‘মায়া’ হওয়ায় তাকে নিজেদের কাছে রাখতে চেয়েছিল। যদিও তদন্তকারীরা এই যুক্তি মানতে নারাজ। কসবার বাড়িতে শিশুটি তার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। এরপরও কেন অভিযুক্তরা শিশুটিকে ছেড়ে দেয়নি, সেই প্রশ্নও উঠছে। পুলিশ সবদিক খতিয়ে দেখছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এই রহস্যের কিনারা করতে।