ছোট-বড় শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত, সেরা আইপিও সম্মানে ভূষিত নেফ্রোকেয়ার

শিল্পক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) পারফরম্যান্স এবং বিকাশে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হলো নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডকে। সম্প্রতি বিশ্ব ব্যাংক-সহকারী ‘র ্যাম্প’ প্রকল্পের অধীনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) আয়োজিত এক অনুষ্ঠানে ১৯টি সেরা এমএসএমই আইপিও-কে সম্মাননা জানানো হয়। সেখানেই এই স্বীকৃতি পায় নেফ্রোকেয়ার।

এই সম্মাননা এমএসএমই সেক্টরের কর্মক্ষমতা, শ্রেষ্ঠত্ব এবং নির্ভরযোগ্যতার প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে। অনুষ্ঠানে নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড তাদের এই অর্জনকে সংস্থাটির সব অংশীদারদের কঠোর পরিশ্রম, স্বচ্ছতা এবং নিরলস সমর্থনের ফল হিসেবে উল্লেখ করে। এই মাইলস্টোন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাকে তুলে ধরে এবং স্বাস্থ্যসেবায় একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *