মন্দিরের পুরনো নকশা বদলে দিলেন মোদি! ৫০ লক্ষের ফুল দিয়ে সাজানো ত্রিপুরেশ্বরী মন্দিরে আসলে কী হল? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিপুরা সফর ঘিরে সেজে উঠেছিল ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। ঐতিহ্যবাহী এই মন্দিরের নতুন পরিকাঠামো ও সৌন্দর্যায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কিন্তু এই আধুনিকীকরণের ফলে কি মন্দিরের পুরোনো নকশা বদলে গেল? ৫০ লক্ষ টাকার ফুলে সাজানো মন্দিরের নতুন রূপে কেনও প্রশ্ন তুলছেন ভক্তরা?

নবরাত্রির প্রথম দিনে সোমবার বিকেলে ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ১৫ মিনিট ধরে পুজো দেন। পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণ করেন। মায়ের কাছে শাড়ি, সাজসজ্জা, পদ্মফুলের মালা ও ভোগ নিবেদন করেন মোদি। এরপর ‘প্রসাদ’ প্রকল্পের অধীনে প্রায় ৫২ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্যায়নের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সাংসদ বিপ্লব কুমার দেব ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে এই আধুনিকীকরণের পর মন্দিরের রূপ বদলানোয় অনেকের মনে প্রশ্ন জেগেছে। ভক্তদের মতে, ১৫০১ সালে মহারাজ ধন্যমাণিক্য নির্মিত এই ৫১ পীঠের অন্যতম পীঠের পরিকাঠামোয় আগে ঐতিহ্য ও পবিত্রতার ছোঁয়া বেশি ছিল। মূল মন্দির একই থাকলেও বর্তমান পরিকাঠামোয় আধুনিকতার ছাপ স্পষ্ট। বিশেষ করে মন্দিরের সামনের অংশের নকশা সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত ৬৫ কিলোমিটারের রাস্তা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকায় সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *