‘আমার মাতৃভাষাকে আসাম্মান করলে আমি ছেড়ে কথা বলার লোক নই’: মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দুর্গাপূজার উদ্বোধনী মঞ্চ থেকে ফের একবার বাংলা ও বাঙালির স্বার্থরক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপে উদ্বোধনে গিয়ে তিনি স্পষ্ট করে দেন, মাতৃভাষার সম্মান রক্ষায় তিনি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তাঁর কড়া হুঁশিয়ারি, ‘আমার মাতৃভাষাকে কেউ আসাম্মান করলে আমি ছেড়ে কথা বলার লোক নই।’

সোমবার কলকাতার একাধিক দুর্গাপূজা কমিটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ছিল খিদিরপুর ২৫ পল্লি, আলিপুর সর্বজনীন, বেহালা নূতন দল, অজেয় সংহতি, কালীঘাট মিলন সংঘ সহ আরও কয়েকটি পরিচিত পুজো। আলিপুর কোলাহলের উদ্বোধনে গিয়ে তিনি স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান। ২১ পল্লিতে তিনি নিজেই রং-তুলি হাতে ছবি আঁকেন। এই প্রতিটি অনুষ্ঠানেই তাঁর বক্তৃতার মূল বিষয় ছিল বাংলা ও বাঙালির প্রতি কেন্দ্রীয় সরকারের ‘বিমাতৃসুলভ’ আচরণ এবং বিজেপির ‘একনায়কতন্ত্র’।

কেন্দ্রীয় সরকারের নাম না করে মমতা বলেন, ‘দেবীপক্ষে দাঁড়িয়ে বলছি, সব এক পক্ষ করবেন না। মানুষের পক্ষ করুন। দেশের জন্য কাজ করুন।’ একইসঙ্গে তিনি যোগ করেন, ‘আমি লড়াই করতে অভ্যস্ত। লড়াই করে বুঝে নেব।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে বিজেপির দিকেই আঙুল তুলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অতীতে একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং খোদ বিজেপি নেতাদের বিরুদ্ধেও বাংলা ভাষাকে অপমান করার অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটেই মমতার বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘আমার মাতৃভাষার উপর সন্ত্রাস মানব না। বাংলার মাটি নবজাগরণের মাটি। বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না।’ তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বাংলাভাষাকে ভালোবাসলেও দেশের অন্য সব ভাষার প্রতি তাঁদের সম্মান রয়েছে। বিভেদের রাজনীতি দেশের জন্য ভালো নয় বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *