উচ্চ মাধ্যমিক: উপস্থিতির হার ১২ বছরে রেকর্ড, সম্ভাব্য ফলপ্রকাশ ৩১ অক্টোবর, মোবাইল সহ ধরা পড়েছে মাত্র দু’জন – এবেলা

এবেলা ডেস্কঃ

এবারের উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ান পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে এক অভূতপূর্ব উৎসাহ। নতুন এমসিকিউ পদ্ধতি চালুর পর থেকে উপস্থিতির হার ১২ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এবছর মোট ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী এনরোল করেছিল, যার মধ্যে অনুপস্থিত ছিল মাত্র ১০ হাজার ৪৩৭ জন। অর্থাৎ, অনুপস্থিতির হার ছিল মাত্র ১.৫৮ শতাংশ, যা কোভিডের সময় বাদ দিলে ২০১৪ সাল থেকে সর্বোচ্চ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ৩১ অক্টোবর সম্ভাব্য ফল প্রকাশের তারিখ।

শুধু উপস্থিতির হারই নয়, পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির কারণে মোবাইল নিয়ে ধরা পড়ার ঘটনাও এবার নগণ্য। গত বছর যেখানে ৪১ জন পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়েছিল, সেখানে এবছর মাত্র দুজন ধরা পড়েছে। এর ফলে, নির্বিঘ্ন পরীক্ষাগ্রহণের ব্যাপারে সংসদ যথেষ্ট সন্তুষ্ট। মোবাইলসহ ধরা পড়া দুই পরীক্ষার্থীরই এনরোলমেন্ট বাতিল করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন কিছু সমস্যাও সামনে এসেছে। বায়োলজি পরীক্ষায় দুটি প্রশ্ন ভুল ছিল বলে সংসদ স্বীকার করেছে। এক্ষেত্রে যেকোনো উত্তর লিখলেই পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে। এছাড়া, প্রশ্নপত্র দীর্ঘ হওয়ায় এবং বিভিন্ন ভাষার প্রশ্ন একসঙ্গে থাকায় পরীক্ষার্থীদের সময় নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়গুলি নিয়েও সংসদ সচেতন এবং ২৫ সেপ্টেম্বর একটি রিভিউ মিটিং করার কথা রয়েছে। এই মিটিংয়ের পর সমস্ত রিপোর্ট শিক্ষাদপ্তরে জমা দেওয়া হবে এবং সরকারের অনুমতি সাপেক্ষে পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হতে পারে।

ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সংসদ একটি ভিডিও তৈরি করেছিল, যা তিন লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। সংসদের দাবি, এর ফলে অধিকাংশ পরীক্ষার্থী সহজেই ওএমআর শিট পূরণ করতে পেরেছে। মোট ৩৮-৩৯ লক্ষ ওএমআর শিট কেন্দ্রীয়ভাবে কলকাতায় মূল্যায়ন করা হবে, যার ফলে দ্রুত ফলপ্রকাশে কোনো বাধা থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *