শিক্ষকের কীর্তি, তরুণীকে প্রকাশ্যে অপহরণের চেষ্টা! ৫০০০ টাকার প্রস্তাব দিতেই বের হলো পিস্তল – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর প্রদেশের আগ্রায় দিনেদুপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক শিক্ষক প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে অপহরণের চেষ্টা করেন। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক শোরগোল পড়ে গেছে।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম শ্যামবীর, যিনি পেশায় মথুরার একজন শিক্ষক। তিনি মদ্যপ অবস্থায় তরুণীকে তার গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, তিনি প্রথমে তরুণীকে ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং তাতে রাজি না হওয়ায় তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। এরপর তরুণী চিৎকার শুরু করলে তিনি পিস্তল বের করে গুলি করার হুমকি দেন।

পুলিশের কাছে দেওয়া বয়ান অনুযায়ী, ঘটনাটি আগ্রার সিকন্দরা এলাকার কারগিল চকের কাছে ঘটে। তরুণীটি তার স্কুটি রেখে পানীয় জল কিনতে গিয়েছিলেন। সেই সময় একটি গাড়িতে বসে থাকা দুই ব্যক্তি তাকে ডেকে ৫০০০ টাকার প্রস্তাব দেয়। তরুণীটি তা উপেক্ষা করলে একজন নেমে এসে তার হাত ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে রক্ষা করেন। এরপর অভিযুক্ত তার রিভলভার বের করে তরুণীকে গুলি করার হুমকি দেন।

এই ঘটনা দেখে পথচারীরা এগিয়ে এসে অভিযুক্তর সাথে ধস্তাধস্তি করে গাড়ির চাবি কেড়ে নেন। ইতিমধ্যে অভিযুক্তর সাথে থাকা আরেক ব্যক্তি গাড়ি দিয়ে তরুণীকে চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত শিক্ষক শ্যামবীরকে গ্রেপ্তার করে। তার রিভলভার এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শ্যামবীরের রিভলভারের লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে তার সাথে থাকা অন্য অভিযুক্তের খোঁজ চলছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *