কুমর শানুকে নিয়ে বিস্ফোরক প্রথম স্ত্রী, বিস্ফোরক অভিযোগ এনে ফাঁস করলেন দাম্পত্য জীবনের ভয়ঙ্কর গোপন তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ভালোবাসার গান গেয়ে অসংখ্য শ্রোতার মন জয় করেছেন কুমার শানু। তার গানের সুরে প্রেমের বাঁধনে জড়িয়েছে গোটা একটা প্রজন্ম। কিন্তু বাস্তব জীবনে এই সঙ্গীতশিল্পী বারবার প্রেমে পড়েছেন। আশির দশকের মাঝামাঝি রীতা ভট্টাচার্যকে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি, যার পরিণতি ছিল তিক্ত বিচ্ছেদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্য তাদের দাম্পত্য জীবনের একাধিক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি অভিযোগ করেন, ছোট ছেলে জান কুমার শানু যখন তার গর্ভে, তখন শানু এবং তার পরিবারের সদস্যরা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন। রীতার দাবি, ‘আশিকি’ ছবির মাধ্যমে খ্যাতি পাওয়ার পর শানুর ব্যবহার সম্পূর্ণ পাল্টে গিয়েছিল।
রীতা জানান, গর্ভাবস্থায় শানু তাকে খেতে দিতেন না। তিনি বলেন, “তারা রান্নাঘরে তালা মেরে দিত। আমি এক মুঠো চাল কিনে আমার বৌদির বাড়িতে খিচুড়ি রান্না করে খেতাম। এমনকি বাচ্চাদের জন্য দুধের প্যাকেটও বন্ধ করে দিয়েছিল। দিনে মাত্র ১০০ টাকা দিত। আমি যখন বেবি ফুড অর্ডার করতাম, তখন দোকানদার বলতেন পাঠাতে পারব না, স্যার বারণ করেছেন।”
তিনি আরও অভিযোগ করেন, শানু তাকে বাড়ির বাইরে যেতে দিতেন না কারণ তিনি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন। রীতার দাবি, গায়কের বোন নিজের স্বামী-সন্তান ছেড়ে দাদার বাড়িতে এসে থাকতেন এবং শানুর সঙ্গে একই ঘরে ঘুমাতেন। আর তিনি বাচ্চাদের সঙ্গে অন্য ঘরে ঘুমাতেন। এই ভাই-বোন দুজনেই তার উপর নির্যাতন চালাতেন বলে রীতার অভিযোগ। তিনি বলেন, “গর্ভাবস্থায় শানু আমাকে আদালতে টেনে নিয়ে যায়। সেসময় তার অন্য একটি সম্পর্কও ছিল, যা এখন প্রকাশ্যে এসেছে। আমি তখন খুব ছোট ছিলাম, আমার মনে হয়েছিল আমার পৃথিবী ভেঙে গেছে। অথচ এক বছর আগে তিনিই বলেছিলেন আমি তার সাফল্যের কারণ।”
রীতা ও কুমার শানুর প্রথম দেখা হয়েছিল কলকাতায়। প্রথম দেখাতেই প্রেম। আশির দশকের শেষের দিকে পরিবারের অমতেই তারা বিয়ে করেন। পরবর্তীতে অবশ্য তাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়। ১৯৯৪ সালে বিচ্ছেদের আগে তাদের তিনটি সন্তান ছিল। ওই সময়েই শানুর সঙ্গে এক জনপ্রিয় বলিউড নায়িকার ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়েছিল। অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গেও তার দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্কও ভেঙে যাওয়ার পর শানু শালোনিকে বিয়ে করেন। তার সঙ্গেই এখন সুখে সংসার করছেন এবং তাদের দুই কন্যা সন্তান আছে।