অবিরাম বৃষ্টিতে জলমগ্ন টানেল, কলকাতা মেট্রোর পরিষেবা হঠাৎ বন্ধ কেন, কী বলছেন যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা মহানগরে ফের একবার প্রবল বৃষ্টির ধাক্কা। যার জেরে ব্যাহত হয়েছে জনজীবনের অন্যতম প্রধান অবলম্বন কলকাতা মেট্রো পরিষেবা। শনিবার ভোর থেকে শহরের একাংশে অবিরাম বৃষ্টিতে মহানায়ক উত্তমকুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মধ্যবর্তী মেট্রো টানেলে জল জমে যায়। এই কারণে শাহিদ খুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ফলস্বরূপ দুর্ভোগে পড়েছেন দক্ষিণ কলকাতার অসংখ্য যাত্রী। জরুরি কাজের জন্য বের হওয়া মানুষেরা আচমকা মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সংক্ষিপ্ত পরিষেবা চালানো হচ্ছে।

মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুত জল নিষ্কাশনের জন্য পাম্প ব্যবহার করছে। ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, যাত্রীদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ চলছে। জল নিষ্কাশনের কাজ শেষ হলেই পরিষেবা আবার স্বাভাবিক হবে।

আচমকা এই সমস্যার কারণে অফিস টাইমে অনেক নিত্যযাত্রীকে বিকল্প যানবাহনের উপর নির্ভর করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনই খরচও বাড়ছে। যাত্রীদের আশা, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং খুব তাড়াতাড়ি মেট্রো পরিষেবা পূর্বাবস্থায় ফিরবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *