ক্রিকেট মহলে নতুন জল্পনা, ইডেন নিয়ে কী পরিকল্পনা সৌরভের – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রায় ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সভাপতির আসনে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার এক সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। আর এই দায়িত্ব নিয়েই সৌরভের নজর এখন ইডেন গার্ডেন্সের দিকে।
কেন ইডেনের আসন সংখ্যা এক লাখ করতে চাইছেন সৌরভ, এই প্রশ্ন এখন সবার মনে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ এই ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথা মাথায় রেখেই দর্শকাসন বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি, যা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের টেস্ট ম্যাচ রয়েছে। আশা করছি, ভালো উইকেট, পরিকাঠামো এবং বিপুল সংখ্যক দর্শক দেখতে পাওয়া যাবে।’
আগামী ১৪ নভেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ইডেনে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ নিয়ে তিনি জানান, ‘ম্যাচের এখনও মাস দুয়েক বাকি। তাই এই বিষয়ে এখনই খুব বেশি ভাবছি না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘আমি বোর্ডের নতুন সদস্যদের সঙ্গে অবশ্যই কথা বলব। নতুন বোর্ড প্রেসিডেন্টসহ প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল।’
প্রশাসনিক দায়িত্ব এবং ক্রিকেট খেলার মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘এই দুটো কাজ একেবারে ভিন্ন। আশা করি, নতুন কর্মকর্তারা তাঁদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন।’