নিউক্লিয়ার চুক্তি ভেঙেও আমেরিকার জন্য এমন বার্তা দিলেন পুতিন, কী ঘটতে চলেছে বিশ্বে? – এবেলা
এবেলা ডেস্কঃ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ৩৮ বছরের পুরনো পরমাণু চুক্তি, যা ‘নিউ স্টার্ট’ নামে পরিচিত, তা বাতিল করার পরও মস্কো আগামী এক বছর পর্যন্ত পরমাণু অস্ত্র সীমিত রাখার শর্ত মেনে চলবে।
এই চুক্তিটি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একমাত্র কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ছিল। রুশ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে পুতিন সতর্ক করেন যে এই চুক্তি বাতিল করলে বিশ্বজুড়ে স্থিতিশীলতা নষ্ট হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে ওয়াশিংটনও তাদের মতো একই পদক্ষেপ নেবে এবং চুক্তির শর্ত মেনে চলবে।
এই ঘোষণা এমন এক সময়ে এল যখন দুই পারমাণবিক পরাশক্তির মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পুতিনের এই বার্তা কি আসলে উত্তেজনা কমানোর একটি পদক্ষেপ, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল রয়েছে, তা নিয়ে এখন নানা জল্পনা চলছে। বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এরপর কী ঘটে তা দেখার জন্য।