প্রকাশ্য দিবালোকে তিন ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড, নেপথ্যে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ! – এবেলা
এবেলা ডেস্কঃ
ইজরায়েল-গাজা যুদ্ধের আবহে যখন বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার দাবি জোরদার হচ্ছে, ঠিক তখনই গাজায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হামাস প্রকাশ্যে তিন ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিয়েছে। জনসমক্ষে গুলি করে এই তিনজনকে হত্যা করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও হামাস-সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনজনের চোখে কালো কাপড় বাঁধা এবং তারা হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। তাদের সামনে হামাসের তিন বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে। চতুর্থ একজন আরবিতে একটি হাতে লেখা বার্তা জোরে পড়ে শোনাচ্ছে। বার্তাটিতে লেখা ছিল: ‘তোমার বিশ্বাসঘাতকতা বিনা শাস্তিতে পার পাবে না। কঠোর শাস্তি ছিল, তা সম্পন্ন হয়েছে।’
জানা গেছে, এই হত্যাকাণ্ডটি গাজা শহরের শিফা হাসপাতালের বাইরে ঘটেছে। সেই সময় ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় ছিল। হামাসের কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদ ও মুজাহিদিন ব্রিগেড-এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এই মৃত্যুদণ্ড কার্যকর করেছে। নিহতদের মধ্যে একজনের নাম ইয়াসের আবু শাবাব। তার বিরুদ্ধে ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ সহযোগী হওয়ার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ, তিনি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা রাফাহতে একটি সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্ব দিতেন।