ইডির তলব নিয়ে অবশেষে মুখ খুললেন মিমি চক্রবর্তী! বেটিং অ্যাপ প্রসঙ্গে কী জানালেন অভিনেত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইন বেটিং অ্যাপে আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা ও টলিউডের মিমি চক্রবর্তীর। গত ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডি হেডকোয়ার্টারে হাজিরা দিতে বলা হয় মিমিকে। সেই নির্দেশ মতোই ইডির সামনে উপস্থিত হন তিনি।

ইডি সূত্রে খবর, বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহেই এই তদন্ত চলছে। এই অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিত্বকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও।

তদন্তকারীদের দাবি, বেটিং অ্যাপের প্রচার এবং সম্ভাব্য আর্থিক লেনদেনে তারকাদের ভূমিকা রয়েছে। সেই কারণেই উর্বশী ও মিমিকে তলব করা হয়েছিল। এই ঘটনার জেরে এর আগে অভিনেতা অঙ্কুশ হাজরাও আইনি জটিলতায় জড়িয়েছিলেন। দীর্ঘ দিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তাঁরা। অবশেষে মুখ খুললেন মিমি চক্রবর্তী। সোমবার সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

বিবৃতিতে মিমি লিখেছেন, ‘আমি আজ আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি। ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করেছে। এর মধ্যে অনুমতিহীনভাবে পরিচালিত অবৈধ বেটিং সাইটগুলিও অন্তর্ভুক্ত। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া বা বেটিংয়ের মতো কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্যের চুরি, সাইবার হামলা ও অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।’

মিমি আরও জানান, তিনি কোনোভাবেই এমন কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নন যা জুয়া বা বেটিংয়ের মতো অবৈধ কার্যকলাপকে প্রচার করে। যদি কোনো বিজ্ঞাপনে বা প্রচারে তাঁর নাম বা ছবি ব্যবহার করা হয়, তবে তা সম্পূর্ণভাবে অনুমতি ছাড়া করা হয়েছে। তিনি সবাইকে এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকতে এবং অন্যদেরও সচেতন করতে অনুরোধ করেছেন।

মিমি এই প্রসঙ্গে মুখ খুললেও এখনো অঙ্কুশ কোনো মন্তব্য করেননি। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘রক্তবীজ ২’। এই ছবিতে অঙ্কুশকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ছবিতে মিমিও রয়েছেন। সিনেমার প্রি-রিলিজ পার্টিতে তাঁদের দু’জনকেই খোশমেজাজে দেখা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *