স্কুলে চরম কাণ্ড, ঝগড়ার মাঝে অঙ্গনওয়াড়ি সহায়িকাকে কামড়ে দিলেন শিক্ষিকা! – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার জগৎবল্লভপুরের মাজু সতী সাধন প্রাইমারি স্কুলে একেবারে তাজ্জব করা ঘটনা। প্রতিদিনের ঝগড়ার জেরে এবার এক অঙ্গনওয়াড়ি সহায়িকাকে সপাটে কামড়ে দিলেন এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা। প্রকাশ্য দিনের আলোয় শিক্ষকদের এই মারপিট দেখে হতবাক পড়ুয়ারা থেকে অভিভাবকরা। ঘটনার পর এলাকাবাসীর বিক্ষোভে স্কুল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষিকা।

কী হয়েছিল সেদিন?

জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকার নাম মিতালি সিনহা। তিনি ওই স্কুলেরই এক অঙ্গনওয়াড়ি সহায়িকা চন্দ্রিমা সাহার সঙ্গে প্রায়ই বিবাদে জড়াতেন। সোমবার সকালে দুই শিক্ষিকার মধ্যে আবারও ঝগড়া শুরু হয় একটি উনুন ভাঙা নিয়ে। চন্দ্রিমা সাহা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে মিতালি সিনহা উনুনটি আছড়ে ভেঙে ফেলেন। তিনি এই ঘটনার ভিডিও রেকর্ড করতে গেলে মিতালি তাঁর মোবাইল কেড়ে নিয়ে ভাঙার চেষ্টা করেন। তখন চন্দ্রিমা দৌড়ে পালাতে গেলে মিতালি তাঁকে হাত ধরে কামড়ে দেন। চন্দ্রিমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় স্কুলের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এক অভিভাবক মিনতি বিনি বলেন, “ওঁদের ঝগড়া প্রতিদিনের। শিক্ষিকাদের এমন আচরণ দেখে ছাত্রছাত্রীরা কী শিখবে?” এলাকার বাসিন্দারা স্কুলে তালা ঝুলিয়ে অভিযুক্ত শিক্ষিকার বদলির দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে স্কুলের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *