পায়ে হাত দিতে বললেন শিক্ষিকা! ছাত্ররা দেখছে ম্যাডামের বিউটি পার্লার – এবেলা
এবেলা ডেস্কঃ
কৌতূহলী এই প্রশ্ন এখন সব মহলে—স্কুল কি পড়াশোনার জায়গা, নাকি আরাম-আয়েশের কেন্দ্র? সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে একটি ঘটনা সামনে এসেছে, যা এই প্রশ্নকে আরও জোরালো করেছে। মহাত্মা গান্ধী হায়ার সেকেন্ডারি স্কুলের এক শিক্ষিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, তিনি ক্লাসরুমে আরাম করে চেয়ারে পা তুলে বসে আছেন এবং এক ছাত্রকে পা টিপে দিতে বলছেন। এই দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা। জানা গেছে, ওই শিক্ষিকার এই আচরণ ধরা পড়তেই তিনি তড়িঘড়ি পা নামিয়ে নেন, কিন্তু ততক্ষণে ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছিল।
এই ভিডিওতে আরও দেখা যায়, যেখানে শিক্ষিকা ও শিক্ষকদের জন্য চেয়ার-টেবিল রয়েছে, সেখানে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা মেঝেতে বসে ক্লাস করছে। এই ঘটনা সামনে আসতেই শিক্ষা দপ্তরে অভিযোগ জমা পড়ে। শিক্ষিকা দাবি করেন, তার পায়ে যন্ত্রণা হচ্ছিল এবং এক শিক্ষার্থী তাকে সাহায্য করছিল। যদিও জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। এই ধরনের ঘটনা শিক্ষার মানের ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।