হঠাৎ থমকে গেল কলকাতা! রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত রেল, দুর্ভোগে লাখ লাখ যাত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা এবং শহরতলিতে রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। জল জমে যাওয়ায় শিয়ালদহ ও হাওড়া স্টেশনের একাধিক লাইনে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখা ও চক্ররেলের পরিষেবা। একই চিত্র হাওড়া ডিভিশনেও। হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-গয়া, হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন বিঘ্নিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাতিল হয়েছে আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস।
এছাড়াও মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে জল জমার কারণে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে। দমদম জংশন থেকে শিয়ালদহগামী ট্রেনগুলি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না। রেল লাইনে জমে থাকা জল পাম্প করে বের করার চেষ্টা হলেও অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। হঠাৎ থমকে যাওয়া এই পরিষেবায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে বিকল্প পথের খোঁজে বেরিয়েও জলমগ্ন রাস্তায় আটকে পড়ছেন।