৬২ বছরের মহিলার শরীরে ২০০টি হুল! কীভাবে বেঁচে ফিরলেন তিনি? – এবেলা

এবেলা ডেস্কঃ

গুজরাটের নবসারি জেলার এক গ্রামে নিজের খেতে কাজ করছিলেন ৬২ বছর বয়সী শান্তাবেন। হঠাৎই কোথা থেকে একদল হিংস্র মৌমাছি এসে ঘিরে ধরল তাঁকে। বুঝে ওঠার আগেই শত শত হুল বিঁধতে শুরু করল তাঁর শরীরে।

আচমকা এই আক্রমণে দিশেহারা শান্তাবেন বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। কোনোমতে প্রায় ২০০ মিটার দৌড়ে পাশের খেতে গিয়ে পৌঁছান তিনি। সেখানে উপস্থিত কয়েকজন শ্রমিক দ্রুত শান্তাবেনকে সাহায্য করতে এগিয়ে আসেন। প্রথমে তাঁরা শান্তাবেনের শরীর থেকে মৌমাছি তাড়ান এবং আরও হুল ফোটানো থেকে বাঁচানোর জন্য কাপড় দিয়ে তাঁকে ঢেকে দেন।

স্থানীয়রা জানান, শান্তাবেনের এই অবস্থা দেখে গ্রামের সর্দার এবং অন্যান্য গ্রামবাসীরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় প্রতাপগড় গ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর শান্তাবেনের শরীর থেকে প্রায় ২০০টি মৌমাছির হুল বের করা হয়। চিকিৎসকেরা জানান, বৃদ্ধার অবস্থা এখন স্থিতিশীল, তবে তাঁকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁরা আরও জানান, মৌমাছির দল শান্তাবেনের শরীরের প্রায় সব অংশে, এমনকি মাথাতেও আক্রমণ করেছিল।

এই ঘটনার পর থেকে পুরো গ্রামে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রায়ই খেতের আশেপাশে মৌমাছির চাক দেখা যায়, যার ফলে কৃষকদের কাজ করতে খুব অসুবিধা হয়। তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে মৌমাছির চাকগুলো সরিয়ে ফেলার জন্য আবেদনও জানিয়েছেন।

জানা গেছে, ঘটনাটি রূপভেল গ্রামের। এখানকারই বাসিন্দা শান্তাবেন নিজের খেতে ঝোপ পরিষ্কার করছিলেন, তখনই এই মারাত্মক আক্রমণ হয়। সময় মতো শ্রমিকদের সাহায্যে হাসপাতালে পৌঁছানোর ফলেই তাঁর জীবন রক্ষা পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *