জন্মদিনে সতীর্থর থেকে লাল গোলাপ পেয়ে লজ্জায় লাল শুভমন গিল, ভাইরাল ভিডিওতে কে সেই সঙ্গী? – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্রিকেট মাঠে ভারত ও বাংলাদেশের লড়াই মানেই উত্তেজনা। এশিয়া কাপ ২০২৫-এ ভারত এখনও পর্যন্ত অপরাজিত। ২৪ সেপ্টেম্বর টাইগারদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলের অনুশীলনের বাইরে ঘটে যাওয়া এক মজার ঘটনা এখন শিরোনামে। দলের তরুণ তুর্কি শুভমন গিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে এক সতীর্থের কাছ থেকে লাল গোলাপ নিতে গিয়ে লজ্জায় লাল হতে দেখা যায়।
ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে নজর কেড়েছেন শুভমন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর ম্যাচে তাঁর ৪৭ রানের মূল্যবান ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখে। ওই ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তাঁর ১০৫ রানের ওপেনিং পার্টনারশিপও ছিল অনবদ্য। কিন্তু মাঠের বাইরের এই ভিডিওটি এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভিডিওটি শুভমনের জন্মদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বরের। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে একটি হোটেল বা রেস্টুরেন্টে জন্মদিন উদ্যাপন করছিলেন তিনি। সেখানেই তাঁর শৈশবের বন্ধু ও সতীর্থ অভিষেক শর্মা তাঁকে একটি লাল গোলাপ দেন। অপ্রত্যাশিতভাবে গোলাপটি পেয়ে শুভমনের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। স্রেফ লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন তিনি।
এশিয়া কাপের এই আসরে শুভমন গিল এবং অভিষেক শর্মা ভারতীয় দলের ওপেনিং জুটি হিসেবে দায়িত্ব পালন করছেন। চার ম্যাচে ১৭৩ রান করে অভিষেক তাঁর প্রতিভার ঝলক দেখিয়েছেন। অন্যদিকে, শুভমন চার ম্যাচে ৮২ রান করলেও পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ফর্ম ফিরে পেয়েছেন। এখন দেখার বিষয়, আগামী ম্যাচে তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করেন।
ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং সোনি লিভ ও ফ্যানকোড অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।