গোপন অভিযানের পর ছত্তিশগড়ে বড় খবর, মৃত দুই শীর্ষ মাওবাদী নেতা – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড়ে যৌথবাহিনীর অভিযানে বড়সড় সাফল্য। নিহত হয়েছে দুই শীর্ষ মাওবাদী নেতা কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। এদের প্রত্যেকের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। ২২ সেপ্টেম্বর ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে সিআরপিএফ, আইটিবিপি এবং পুলিশের ডিআরজি বাহিনী।
দীর্ঘক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ের পর দুই মাওবাদী নেতার মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ইনসাস রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তেলেঙ্গানার বাসিন্দা এই দুই মাও নেতা সাধারণ মানুষের হত্যার মূল চক্রী ছিল। এই সাফল্যের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনা নিঃসন্দেহে মাওবাদী সংগঠনে বড় আঘাত।