দেবীর ১০৮ নামে লুকিয়ে আছে অলৌকিক ক্ষমতা? নবরাত্রিতে এই শতনাম জপ করলে কী হয় – এবেলা

এবেলা ডেস্কঃ

আর মাত্র কয়েক দিন, তারপরই শুরু হতে চলেছে মা দুর্গার আরাধনার মহোৎসব, নবরাত্রি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। এই নয় দিন দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই উৎসবের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে।

নবরাত্রির সময় দেবীর প্রতি ভক্তি নিবেদনের জন্য নানা উপাচার মেনে চলেন ভক্তরা। কিন্তু অনেক সময় কাজের ব্যস্ততার কারণে সব নিয়ম নিষ্ঠা সহকারে পালন করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে, দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে তার অষ্টোত্তর শতনাম জপ করার কথা বলা হয়েছে। বিশ্বাস করা হয়, এই ১০৮টি নাম ভক্তিভরে জপ করলে দেবী প্রসন্ন হন এবং সুখ, সমৃদ্ধি ও সাফল্য দান করেন।

দেবী দুর্গা হলেন পার্বতীর এক রূপ, যিনি মহাদেবের স্ত্রী। তাঁকে আদি শক্তি, ভবানী, জগদম্বা, শক্তি ইত্যাদি নামেও ডাকা হয়। আসুন, জেনে নিই দেবী দুর্গার সেই ১০৮টি নাম, যা জপ করলে জীবনের সকল বাধা দূর হয় এবং দেবীর আশীর্বাদ লাভ করা যায়।

  • সতী, সাধ্বী, ভবপ্রীতা, ভবানী, ভাবমোচনী, আর্য, দুর্গা, জয়া, আদ্য, ত্রিনেত্র, শূলধারিণী, পিনাকধারিণী, চিত্রা, চন্দ্রঘণ্টা, মহাতপা, মন, বুদ্ধি, অহঙ্কার, চিত্তরূপা, চিতা, চিতি, সর্বমন্ত্রময়ী, সত্ত্বা, অনন্তরময়ী ভাবিনী, ভাব্যা, অভব্য, সদগতি, শম্ভবী, দেবমাতা, চিন্তা, রত্নপ্রিয়া, সর্ববিদ্যা, দক্ষিণকন্যা, দক্ষিণাজ্ঞবিনাশিনী, অপর্ণা, অনেকবর্ণা, পাতলা, পাটলাবতী, পট্টম্বরপরিধানা, কলমঞ্জরিরঞ্জিনী, অমেয়াবিক্রমা, বনগাজারী, মাতমুনি, মাতরাদি, কৃষ্ণকন্যা, মহেশ্বরী, অন্ধ্রী, কৌমরী, বৈষ্ণবী, চামুণ্ডা, বারাহী, লক্ষ্মী, পুরুষাকৃতি, বিমলা, উৎকর্ষিণী, জ্ঞান, ক্রিয়া, নিত্যা, বুদ্ধিদা, বহুলা, বাহলপ্রিয়া, সর্ববাহনবাহন, নিশুম্ভশুম্ভনানি, মহিষাসুরমর্দিনী, সর্বশ্রেণিনী, চন্দ্রবিক্ষিণী, বৃদ্ধাশ্রী, বৃদ্ধাশ্রয়ী, অনেক্ষত্রহস্তা, অনেকস্ত্রাধারিণী, কুমারী, এককন্যা, কৈশোরী, যুবতী, ইয়েতি, অপৌর্ধা, পরিণতা, বৃদ্ধা, বালপ্রদা, মহোদরী, মুক্তকেশী, ঘোররূপা, মহাবালা, অগ্নিজ্বালা, রৌদ্রমুখী, কালরাত্রি, তপস্বিনী, নারায়ণী, ভদ্রমহিলাপাড়া, জলোদরী, শিবদূতী, করালী, অনন্ত, পরমেশ্বরী, কাত্যায়নী, সাবিত্রী, প্রতিষ্ঠা এবং ব্রহ্মবাদিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *