অবশেষে ভারতে আসছেন মেসি, আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কোথায়? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির ভারত সফর ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এবার সত্যি হতে চলেছে। জানা যাচ্ছে, কেরালার রাজধানী কোচিতে এক প্রীতি ম্যাচে খেলতে আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনা দল। তাদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া।
কোচিতে মেসির আর্জেন্টিনা!
অস্ট্রেলিয়া ফুটবল দল এবং স্পনসরদের মধ্যে খসড়া চুক্তি বিনিময়ের পরেই এই বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, এই মুহূর্তে বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়াই হতে চলেছে আর্জেন্টিনার প্রতিপক্ষ। এই দুই দল কাতার বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল, যেখানে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পেয়েছিল। সেই ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।
আর্জেন্টিনা দলের ম্যানেজার ড্যানিয়েল পাবরেরা মঙ্গলবার কোচি পৌঁছবেন স্টেডিয়াম পরিদর্শনের জন্য। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আবদুর রহমানের সঙ্গে স্টেডিয়াম খতিয়ে দেখবেন। সূত্রের খবর, আগামী ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। আর্জেন্টিনা দল ১৫ নভেম্বর কোচিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এক সপ্তাহ আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিরাপত্তা আধিকারিকরা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে গেছেন। এবার সরাসরি আর্জেন্টিনার টিম ম্যানেজারের আগমন, যা থেকে বোঝা যাচ্ছে মেসি এবং তার বিশ্ব চ্যাম্পিয়ন দল ভারতের মাটিতে খেলতে আসার ব্যাপারে কতটা আগ্রহী।