আটকে গেল কলকাতার গতি, শহরে শুধুই জল আর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয় – এবেলা
এবেলা ডেস্কঃ
রেকর্ড ভাঙা বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। নাজেহাল শহরবাসীর জন্য এবার আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো প্রশাসন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লেন-বাইলেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
দুর্যোগের মোকাবিলায় দিনরাত এক করে কাজ করছে পুরসভা। কিন্তু জলের তোড়ে বিভিন্ন জায়গায় গাড়ি বা বাস বিকল হয়ে তীব্র যানজট তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, বিপদ এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যে এলাকাগুলিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর আসছে, সেখানেই বাড়ানো হচ্ছে সতর্কতা।
পুজোর মুখে এই প্রাকৃতিক বিপর্যয়ে চিন্তায় ফেলেছে সবাইকে। অনেক মণ্ডপেই ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়ে গিয়েছে। ফলে জল জমে থাকায় বিপদের ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। সেই কারণেই রাজবিহারী অ্যাভিনিউ, সার্দান অ্যাভিনিউ, ই এম বাইপাসের কিছু সংযোগকারী রাস্তা এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ বাইলেনগুলিতে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বড় রাস্তাগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বাইলেনগুলিতে গাড়ি আটকে পড়ে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। সেন্ট্রাল অ্যাভিনিউ-এর মতো ব্যস্ত রাস্তাগুলিতেও যানজট এখন নিত্যদিনের সমস্যা। এই কঠিন পরিস্থিতিতে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে নিরন্তর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।