বছর ঘোরার আগেই ডিভোর্স, ৫ কোটি টাকা খোরপোষ চাইলেন স্ত্রী! কড়া ধমক দিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিয়ের এক বছরও হয়নি, এরই মধ্যে বিবাহ বিচ্ছেদ চেয়ে এবং স্বামীর থেকে ৫ কোটি টাকা খোরপোষ দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক স্ত্রী। কিন্তু তাতে কোনো লাভ হলো না। উল্টে সুপ্রিম কোর্টের কড়া ধমক খেতে হলো তাঁকে। এমন দাবি ফের করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে দেশের শীর্ষ আদালত।

এই বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা। তিনি প্রশ্ন তোলেন, “কোন ভিত্তিতে পাঁচ কোটি টাকা দাবি করছেন ওই মহিলা?” দু পক্ষকেই বিষয়টি মিটিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত।

আদালত সূত্র জানাচ্ছে, ওই মহিলার স্বামী একজন সফল ইঞ্জিনিয়ার। স্বামীর থেকে খোরপোষ বাবদ প্রথমে ৩৫-৪০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন স্ত্রী। কিন্তু তাতে মন না ওঠায় তিনি ৫ কোটি টাকা দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই অযৌক্তিক দাবির কারণেই বিচারপতি কড়া ভাষায় ভর্ৎসনা করেন তাঁকে।

বিচারপতি স্বামীর উদ্দেশে বলেন, “তাঁর স্ত্রীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলে তিনি বড় ভুল করবেন। কারণ তাঁর স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি। আপনি তাঁকে নিজের কাছে রাখতে পারবেন না।” তিনি আরও বলেন, মাত্র এক বছর বিয়ে হয়েছে দুজনের। এর মধ্যেই যদি স্ত্রী এমন দাবি করতে থাকেন, তবে আদালতও কিছু কড়া নির্দেশ দিতে বাধ্য হবে। আগামী ৫ অক্টোবর এই দম্পতিকে ফের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *