পুজোর আগে বড় খবর! লক্ষ্মীর ভাণ্ডার ও জয় বাংলা প্রকল্পের টাকা কবে মিলবে? জেনে নিন নবান্নের ঘোষণা – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
পুজোর মুখে রাজ্য সরকারের বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার এবং জয় বাংলা প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর। নবান্ন সূত্রে জানা গেছে, পুজোর কেনাকাটার সুবিধার্থে অক্টোবর মাসের ভাতা উপভোক্তারা মাসের শুরুতেই পেয়ে যাবেন।
সাধারণত এই প্রকল্পের টাকা মাসের শেষে দেওয়া হলেও, এবার সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। জানা গেছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।
উল্লেখ্য, রাজ্য সরকারি দফতরগুলিতে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। তাই এই ছুটির আগেই যাতে সকলের কাছে টাকা পৌঁছে যায়, সেই কারণে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সেপ্টেম্বর মাসের কিস্তিও ইতিমধ্যে পাঠানো শুরু হয়েছে বলে জানানো হয়েছে।