ভারতে ট্রাম্পের নিষেধাজ্ঞা, আমেরিকায় কেন জরুরি হয়ে উঠল এস জয়শঙ্কর-মার্কো রুবিওর বৈঠক? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক, বাণিজ্য এবং এইচ-১বি ভিসা নিয়ে যখন সম্পর্ক ক্রমশ উত্তপ্ত, তখনই মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে এই বৈঠক হয়। বৈঠকের পর রুবিও জানিয়েছেন, ভারত ওয়াশিংটনের জন্য এক গুরুত্বপূর্ণ অংশীদার। একই সুর শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলাতেও।
মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে হওয়া বৈঠকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি, ওষুধ এবং গুরুত্বপূর্ণ খনিজ।
বৈঠকের পর কী বললেন এস জয়শঙ্কর?
মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, বৈঠকে দু’দেশের সাম্প্রতিক উদ্বেগ নিয়ে আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে ধারাবাহিক সহযোগিতার গুরুত্ব নিয়েও সহমত হয়েছে দুই দেশ। আমরা ভবিষ্যতে যোগাযোগ রাখব।
তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের কিছু পদক্ষেপের কারণে ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। এর জেরে ভারত-আমেরিকা বাণিজ্যে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল।
ট্রাম্প এই পদক্ষেপের কারণ হিসেবে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে রাশিয়া ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করার কথা বলেছিলেন। অথচ ভারত শুরু থেকেই যুদ্ধবিরতির পক্ষে ছিল।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে একাধিকবার নেতিবাচক মন্তব্য করলেও, ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে ঘনিষ্ঠতাই প্রকাশ পেয়েছে। দুই নেতাই জানিয়েছেন, দু’দেশ ফের বাণিজ্য আলোচনা শুরু করবে।