৭৩ বছরের বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য, এরপরই খোয়া গেল ৫০ হাজার টাকা! কী ঘটেছিল? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: রাস্তা পার হতে সাহায্য করার নাম করে এক বৃদ্ধের ব্যাগ থেকে ৫০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে চারু মার্কেট থানার দেশপ্রাণ শাসমল রোডে। ধৃতের নাম মহম্মদ খুরশিদ আলম (৪৬)। তাকে জয়নগর থানার দক্ষিণ বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১২ সেপ্টেম্বর সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করার অছিলায় অভিযুক্ত তার ব্যাগ থেকে নগদ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি ব্যাঙ্কের পাসবুক চুরি করে। পরদিন প্রতারিত ওই বৃদ্ধ চারু মার্কেট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ শাখার আধিকারিকরা তদন্ত শুরু করেন। তদন্তের সূত্র ধরে তাঁরা অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গোয়েন্দারা জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া টাকার মধ্যে ৪২ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, অতীতেও একই কায়দায় প্রতারণার অভিযোগে খুরশিদ আলম গ্রেফতার হয়েছিল।