দুর্গাপূজার আগেই পদ্মার ইলিশ নিয়ে ভারতে হইচই, আসল রহস্যটা কী – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে পদ্মার ইলিশ। গত মঙ্গলবার মোট আটটি ট্রাকে করে ৩৭,৪০০ কেজি ইলিশ পাঠানো হয়েছে। শুল্ক দফতরের ডেপুটি কমিশনার জানান, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে।
এই ইলিশ রফতানি প্রক্রিয়া আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গেছে। প্রতি বছর পূজার মরসুমে পদ্মার ইলিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বাঙালিরা। এবারের ইলিশের আগমন নিয়েও তাই উৎসুক বাঙালি মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।