নিম্নচাপের জেরে জলবন্দি কলকাতা, পুজোর প্রস্তুতিতে ধাক্কা, আর কতদিন চলবে এই দুর্ভোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতভর লাগাতার বৃষ্টির পর কার্যত জলবন্দি হয়ে পড়েছে গোটা কলকাতা শহর। কোথাও একতলা বাড়ি জলমগ্ন, কোথাও ভেঙে পড়েছে পুজোর মণ্ডপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। এর জেরে শহর কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিসহ বিভিন্ন জেলায় বিপর্যস্ত জনজীবন।

সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মধ্যরাতের পর আরও তীব্র হয়। ফলে দ্রুতই শহরের নিচু এলাকাগুলো ডুবে যায়। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত মানিকতলায় বৃষ্টি হয়েছে ১৪৭ মিমি, যা সবচেয়ে বেশি হয়েছে কামডহরি এলাকায়, ২৪৫ মিমি। এছাড়া তপসিয়া ও বালিগঞ্জে বৃষ্টির পরিমাণ ছিল ২৪০ মিমির বেশি। কসবা, কাঁকুরগাছি, নিউটাউন, খিদিরপুর, মোমিনপুরসহ বহু ব্যস্ত রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। অনেকেই বলছেন, সাম্প্রতিককালে এমন দুর্ভোগের সাক্ষী তাঁরা হননি।

এই বৃষ্টির প্রভাব পড়েছে রেল ও মেট্রো পরিষেবাতেও। রেললাইনে জল জমার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখাসহ অন্য শাখাগুলোতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একইভাবে ব্লু লাইনের মেট্রো পরিষেবাও বিপর্যস্ত। এর পাশাপাশি, জলমগ্ন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। স্থানীয়দের একাংশের দাবি, পুজোর প্রস্তুতির জন্য নিকাশিনালা আটকে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পুরসভা ভোর থেকেই পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা করছে, কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি যে জল নামাতে সময় লাগছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে পুজোর সময়ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর যদি সেই বৃষ্টি হয়, তাহলে দুর্ভোগ আরও বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *