আমেরিকায় হঠাৎ কেন কেঁপে উঠল সান ফ্রান্সিসকো, নেপথ্যে বড় কারণ – এবেলা
এবেলা ডেস্কঃ
আচমকা এক ভূকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। তড়িঘড়ি নিজেদের ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের ছবি ও ভিডিও পোস্ট করে অনেকেই নিজেদের আতঙ্কের কথা তুলে ধরেন। ক্যালিফোর্নিয়া উপকূলে সম্প্রতি একাধিক বড় ভূকম্পনের পর সান ফ্রান্সিসকোর এই ঘটনা স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে রাশিয়াতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার মাত্রা ছিল ৭.৮। সেই ঘটনার পর হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়। এরপরই ক্যালিফোর্নিয়ার উপকূলে সুনামির মতো বিশাল ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সান ফ্রান্সিসকোতে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।