মোদী করলে দোষ নেই, মমতা করলেই প্রশ্ন? পুজো উদ্বোধন নিয়ে শুভেন্দুকে পাল্টা বিঁধলেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুর্গাপুজোর উদ্বোধন করছেন? এই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন সমালোচনায় সরব, তখন তাঁকে পাল্টা বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার মন্তব্যের সূত্র ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামমন্দির উদ্বোধন প্রসঙ্গ টেনে এনেছেন তিনি।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে পুজো উদ্বোধন করছেন, তাই নিয়ে নাকি রীতিনীতি মানা হচ্ছে না। তাহলে শুভেন্দু অধিকারীকে গিয়ে পাল্টা প্রশ্ন করছেন না কেন, এপ্রিল মাসে রামনবমী ছিল, আর জানুয়ারি মাসে কেন রামমন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী? সেটা কি দ্বিচারিতা নয়?”

শুভেন্দু অধিকারীর ‘শাস্ত্রমতে হচ্ছে না’ মন্তব্যের প্রেক্ষিতেই অভিষেকের প্রশ্ন, “নরেন্দ্র মোদী ৩ মাস আগে করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো মাত্র একদিন আগে করেছেন। ক্ষমতা আছে সেই প্রশ্ন করার?”

অভিষেক আরও বলেন, “এপ্রিল মাসে রামনবমী ছিল, কিন্তু ভোটের বাজারে জানুয়ারি মাসেই রামমন্দির উদ্বোধনের ব্যবস্থা করা হয়। ৩ মাসের ব্যবধানে যিনি রামমন্দির উদ্বোধন করেন, তাঁর থেকে বড় ভণ্ড কে? এটা আমার কথা নয়, শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ীই বলছি। তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী, ভারতবর্ষের সবচেয়ে বড় হিন্দু বিরোধী নরেন্দ্র মোদী। আগে তার ব্যাখ্যা দিন, তারপর আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করবেন।”

প্রসঙ্গত, মহালয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে রাজনৈতিক মহলে বেশ চাপানউতোর চলছে। মুখ্যমন্ত্রী নিজেও অবশ্য জানিয়েছেন, তিনি শুধুমাত্র মণ্ডপসজ্জা উদ্বোধন করছেন, পুজো নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *