মৃত্যু নাকি ষড়যন্ত্র? দ্বিতীয়বার ময়নাতদন্ত জুবিনের, চাঞ্চল্য! – এবেলা
এবেলা ডেস্কঃ
জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubin Garg) মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? সিঙ্গাপুরে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে—ময়নাতদন্তের এমন রিপোর্ট এলেও তা মানতে নারাজ জুবিনের অনুরাগী ও আসামবাসীর একাংশ। তাঁদের দাবি, গায়ককে ধাক্কা মেরে জলে ফেলে দেওয়া হয়েছে, কিংবা ইচ্ছে করে লাইফ জ্যাকেট ছাড়া মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ‘জনতার দাবি’ ও নেটপাড়ায় নানা ভিডিও ভাইরাল হওয়ার পর এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
গুয়াহাটির এইমস-এ (AIIMS) জুবিনের দ্বিতীয়বার ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই এই কথা জানিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে একটি বিশেষ দলের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
‘ইয়া আলি’ গায়কের পরিবারের সঙ্গে কথা বলে ইতিমধ্যে তাঁর স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জুবিনের মৃত্যু নিয়ে রহস্য ক্রমশ গভীর হচ্ছে। অনুরাগীদের একাংশের এই সন্দেহ কি সত্যিই অমূলক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা সত্য? এই ময়নাতদন্তের রিপোর্ট সেই রহস্যের সমাধান করবে বলেই আশা করা হচ্ছে।