পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পর কেন ‘L’ সাইন দেখালেন অভিষেক শর্মা? রহস্য জানলে চমকে যাবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৫টি বিশাল ছক্কা। এই ইনিংসেই টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক।
কিন্তু ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছিল তাঁর উদযাপনের ধরন। অর্ধশতক করার পর তিনি ‘L’ সাইন দেখিয়েছিলেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু হঠাৎ কেন এমন ‘L’ চিহ্ন? এই প্রশ্ন ঘুরছিল সবার মনে।
এই রহস্যের জট নিজেই খুলেছেন অভিষেক। ম্যাচের পর দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে একটি সাক্ষাৎকারে এই বিষয়ে জানতে চাওয়া হয় তাঁকে। উত্তরে অভিষেক জানান, ‘L’ কোনো রহস্যময় বা আগ্রাসী ইঙ্গিত নয়। এর অর্থ ‘লাভ’ বা ভালোবাসা। তিনি বলেন, এই উদযাপনটি তিনি তাঁর সকল শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের জন্য উৎসর্গ করেছেন। উল্লেখ্য, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময়ও তাঁকে বহুবার এই একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা গেছে।
এবারের এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছেন অভিষেক শর্মা। এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচের প্রতিটিতেই তিনি ৩০-এর বেশি রান করেছেন। তাঁর দুর্দান্ত ফর্ম ভারতের ফাইনালে ওঠার স্বপ্নকে আরও মজবুত করেছে।
প্রসঙ্গত, লিগ পর্যায়ের পর সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারত। সুপার ফোরে ৬ উইকেটের দাপুটে জয়ে ৭ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে মেন ইন ব্লু।