শিক্ষকের বীভৎস কাণ্ড! রাস্তায় তরুণীকে গাড়িতে তোলার চেষ্টা, বাধা দেওয়ায় বন্দুক দেখিয়ে হুমকি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর প্রদেশের আগ্রায় আবারও এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। দিনের আলোয় ব্যস্ত রাস্তায় এক তরুণীকে অপহরণের চেষ্টা করেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি পেশায় শিক্ষক। স্থানীয়দের সহায়তায় কোনোমতে রক্ষা পান ওই তরুণী। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে আগ্রার সিকান্দ্রা এলাকার কার্গিল চকের কাছে। জানা গিয়েছে, তরুণী তাঁর স্কুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। সে সময় একটি গাড়ি এসে তাঁর পাশে থামে। গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তরুণীকে পাঁচ হাজার টাকা নিয়ে গাড়িতে ওঠার প্রস্তাব দেন। ওই তরুণী বিষয়টি এড়িয়ে গেলে সেই ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। তিনি তরুণীর হাত ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন।

তরুণী চিৎকার শুরু করলে ওই ব্যক্তি তাঁকে বন্দুক দেখিয়ে হুমকি দেন। বলেন, “যদি গাড়িতে না উঠিস, তাহলে গুলি করে দেব।” তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাঁকে রক্ষা করেন। স্থানীয়দের তৎপরতায় ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাঁরা তাঁকে ধরে ফেলেন। এর মধ্যেই অভিযুক্তের গাড়ির চালক তরুণীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয়রা গাড়িটির চাবি কেড়ে নিয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শ্যামবীরকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত ব্যক্তি উত্তর প্রদেশের মথুরার বলদেব এলাকায় একজন শিক্ষক। পুলিশ তাঁর কাছ থেকে একটি লাইসেন্সধারী রিভলভার এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই রিভলভারের লাইসেন্স বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে। এই ঘটনায় জড়িত আরেক অভিযুক্তের খোঁজ চলছে। এই বীভৎস ঘটনাটির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই শিউরে উঠেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *