মেমারীর তবলা গুরুর ৫০ বছরের সঙ্গীত সাধনা নেপথ্যে চমকপ্রদ অধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমান মেমারীর বিশিষ্ট তবলা বাদক অরুণ কান্তি পাল তাঁর সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলেন। ৫০ বছর ধরে তিনি অসংখ্য ছাত্রছাত্রীকে তবলা শেখাচ্ছেন এবং দেশবিদেশের খ্যাতনামা শিল্পীদের সঙ্গে সঙ্গত করেছেন। তাঁর হাত ধরে বহু প্রতিভাবান শিল্পী উঠে এসেছেন। সম্প্রতি মেমারীর সুলতানপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ৪ বছর থেকে শুরু করে নানান বয়সের শিশুদের নিয়ে এক মনোমুগ্ধকর তবলা লহরা পরিবেশন করেন, যেখানে পুলিশকর্মী থেকে শুরু করে বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের ছেলেমেয়েদের অংশগ্রহণ চোখে পড়ে।
তবলা শিক্ষার জগতে একসময় শুধু ছেলেদেরই আধিপত্য ছিল, কিন্তু অরুণ কান্তি পাল প্রমাণ করে দিয়েছেন যে বর্তমানে মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। তাঁর তত্ত্বাবধানে এক ছয় বছর বয়সী শিশু কন্যার অনবদ্য পারফরমেন্স উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এই অনুষ্ঠানে তিনি জানান, বহু নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েও কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেও সঙ্গীতকে ভালোবেসে তাঁর কাছে তবলা শিখতে আসে। তাদের এই ভালোবাসা এবং শেখার আগ্রহ তাকে এখনও অনুপ্রাণিত করে।