পূজার ভিড়ে অপরাধ রুখতে মালদায় কেন বুলেট বাহিনী! – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদা এবার দুর্গাপূজায় এক নতুন উদ্যোগ নিয়েছে। ভিড়ের মধ্যে অপরাধ ঠেকাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবার কাজে লাগাচ্ছে এক বিশেষ ‘বুলেট বাহিনী’। পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে গঠিত এই বুলেট বাহিনীর মূল উদ্দেশ্য যেকোনো ধরনের দুষ্কৃতীমূলক কাজ বা অপরাধ দ্রুত দমন করা। পূজার ভিড়ে বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা সমাধানেই বুলেট বাহিনী অনেক বেশি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, হেডকোয়ার্টার থেকে ১০টি নতুন বুলেট মোটরবাইক পেয়েছে মালদা পুলিশ। ট্রাফিক পুলিশের আধিকারিক এবং ক্রাইম মনিটরিং গ্রুপের পুলিশ কর্মীরা এই বুলেটগুলি ব্যবহার করবেন। এই নতুন ব্যবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং—সব ক্ষেত্রেই পুলিশের সক্রিয়তা বাড়াতে সাহায্য করবে। পুলিশের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালদাবাসী। এই বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষা করবে না, পূজার সময় যানজট নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *