বিক্ষিপ্ত ১৭ পুজোয় মমতা; জেলাজুড়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে উৎসবে মাতোয়ারা দক্ষিণ দিনাজপুর – এবেলা
এবেলা ডেস্কঃ
মহালয়ার শুভক্ষণে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ১৭টি পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় ক্লাবগুলির পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এর মধ্যে বালুরঘাট শহরের কচিকলা একাডেমি, শিবতলী ক্লাব, ত্রিধারা ক্লাব, বিংশ শতাব্দী ক্লাব, প্রগতি সংঘ, চকভবানী নাইন জুয়েল, অমৃত সংঘ ও বিবেকানন্দ পল্লী পাঠাগারসহ মোট আটটি ক্লাব রয়েছে। এছাড়াও হিলি ব্লকের তিনটি, কুমারগঞ্জের একটি, গঙ্গারামপুরের চারটি এবং কুশমন্ডির একটি ক্লাব মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়।
বালুরঘাটের কচিকলা একাডেমির ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। অন্যদিকে, গঙ্গারামপুরের একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, এদিন জেলার মোট ১৭টি পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তিনি আরও বলেন, প্রতিটি পুজো মণ্ডপে ক্লাবের পদাধিকারী, জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।