ছাত্রীদের হাতে স্বাস্থ্য কিট, আনন্দে মাতোয়ারা বিদ্যারপুর স্কুল! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার বিদ্যানগরপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের (আবাসিক ইউনিট) শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নিল। সম্প্রতি লায়ন্স ক্লাব অব ক্যালকাটা-র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্কুলের প্রায় ১৪০ জন ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্যবিধি এবং শিক্ষা কিট। শুধু তাই নয়, শিক্ষার্থীদের জন্য ছিল কেক কাটার ব্যবস্থা। সেই সঙ্গে নাচ, গান এবং জুম্বা নৃত্যের আয়োজন করা হয়। এর ফলে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্যরা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই বিশেষ আয়োজনের পাশাপাশি ছাত্রীদের জন্য দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানে ক্লাবের চেয়ারম্যান সিএ দিলীপ ঝাঝরিয়া, সভাপতি লায়ন কৃষ্ণ গোপাল কেজরিওয়াল এবং সেক্রেটারি লায়ন মনোজ আগরওয়াল সহ আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া সমাজসেবী নেহা মজুমদার, রবীনা ঘোষ এবং শাশ্বতী দাস দাসও এই অনুষ্ঠানে অংশ নেন। যারা উপস্থিত হতে পারেননি, তারাও এই অনুষ্ঠানে নানাভাবে সহায়তা করেছেন।