হিন্দু মিলন মন্দিরে ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ, নেপথ্যে বিজেপির বড় উদ্যোগ – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
পতিরামের হিন্দু মিলন মন্দিরে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল বিজেপি মন্ডল কমিটি। দুঃস্থ ও আবাসিক ছাত্রদের পাশে দাঁড়াতে তাদের হাতে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী। প্রায় তিনশো জন ছাত্রছাত্রীকে খাতা, কলমসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচিতে এলাকার প্রণবানন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও উপকৃত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, মন্ডল সভাপতি ছোটন চক্রবর্তী এবং জেলা নেতা সঞ্জীত মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। শুধু শিক্ষা সামগ্রী বিতরণ নয়, পড়ুয়াদের পাশে থেকে তাদের ভবিষ্যতের জন্য সাহায্য করার আশ্বাসও দিয়েছেন নেতারা। স্থানীয় মহলে বিজেপির এই সামাজিক পদক্ষেপের প্রশংসা শোনা গেছে। এই ধরনের পদক্ষেপ কি আরও দেখা যাবে?