পূজায় যানজটমুক্ত শহর, বালুরঘাটে টোটো-অটো চালকদের সঙ্গে কড়া বৈঠকে পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

আর মাত্র কদিন পরই শুরু হচ্ছে দুর্গাপূজা। উৎসবের এই দিনগুলোতে বালুরঘাট শহরের যানজট যেন এক বড় সমস্যা। আর এই সমস্যা সমাধানেই এবার পূজার আগেই কোমর বেঁধে নেমেছে ট্রাফিক পুলিশ। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে টোটো, অটো ও ছোট গাড়ির চালকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেছে বালুরঘাট ট্রাফিক দপ্তর। বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি বিললো মঙ্গল সাহা ও ট্রাফিক আইসি অরুন কুমার তামাং।

এই বৈঠকে ট্রাফিক কর্তারা যানজট রোধে বেশ কিছু কড়া নির্দেশ দিয়েছেন। শহরের কোনো রাস্তায় যত্রতত্র গাড়ি পার্ক করা যাবে না। নির্দিষ্ট পার্কিং স্থলেই গাড়ি রাখতে হবে। দুর্গাপূজার সময় দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে পূজার দিনগুলোতে শহরের রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *