পূর্ব মেদিনীপুরে দুর্গা পুজোর সূচনায় কেন এক হলেন স্বাস্থ্যকর্মী ও বৃহন্নলা প্রতিনিধিরা – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রূপনারায়ণের পাড়ে এক ব্যতিক্রমী দুর্গাপূজার আয়োজন করেছে নতুন বাজার সংকেত ক্লাব। এ বছর ৫৩তম বর্ষে পদার্পণ করা এই পুজোর উদ্বোধন করেছেন ১৫ জন বৃহন্নলা সমাজের প্রতিনিধি এবং এলাকার সরকারি মহিলা স্বাস্থ্যকর্মীরা। প্রতিমার আবরণ উন্মোচন করেন বৃহন্নলা সমাজের সদস্যরা এবং মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন স্বাস্থ্যকর্মীরা। এই উদ্যোগের মাধ্যমে সমাজে বৃহন্নলাদের প্রতি বৈষম্য দূর করতে এবং জনসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা।
পুজো কমিটির সম্পাদক সম্রাট ভৌমিক জানিয়েছেন, শুধুমাত্র জন্মগত কারণে ভিন্ন লিঙ্গ ও শারীরিক গঠনের জন্য একশ্রেণীর মানুষ আজও সামাজিকভাবে বৈষম্যের শিকার। তাদের প্রতি সম্মান জানানোর জন্যই এই বিশেষ উদ্যোগ। একইভাবে, মানুষের সেবায় দিনরাত কাজ করে চলা মহিলা স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতেও তাদের উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবের আমেজ শুরু হয়েছে টিবি রোগীদের খাদ্যসামগ্রী বিতরণের মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে, যা আগামী এক বছর ধরে চলবে।