কাবুল থেকে দিল্লির বিমানে ১৩ বছরের কিশোর! ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আসার ঘটনা জেনে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

কাবুল থেকে দিল্লিগামী বিমানে নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটাল ১৩ বছরের এক কিশোর। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGI) সাক্ষী থাকল এক চাঞ্চল্যকর ঘটনার। কাবুল থেকে আসা KAM এয়ারের RQ-4401 বিমানের ল্যান্ডিং গিয়ারের মধ্যে লুকিয়ে ছিল ১৩ বছর বয়সী এক আফগান কিশোর।

কীভাবে সবার চোখ এড়িয়ে বিমানের এই স্পর্শকাতর অংশে সে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোরটি কৌতূহলের বশে বিমানে উঠে পড়েছিল। তবে সে জানত না এটি কতটা ঝুঁকিপূর্ণ। প্রায় দুই ঘণ্টার বিমানযাত্রা শেষে যখন বিমানটি দিল্লিতে অবতরণ করে, তখন এয়ারলাইন্স কর্মীরা ওই কিশোরকে বিমানের কাছে ঘোরাঘুরি করতে দেখেন। এরপরই শুরু হয় তোলপাড়।

বিমানের নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ল্যান্ডিং গিয়ারের বগিটি পরীক্ষা করেন এবং সেখানে একটি ছোট লাল স্পিকারও খুঁজে পান, যা সম্ভবত ওই কিশোরেরই ছিল। এই ঘটনা বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কারণ, কোনও ব্যক্তির বিমানের সীমাবদ্ধ এলাকায় প্রবেশ করা একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারত।

ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর একই বিমানে করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। বিমানটি দুপুর ১২:৩০ নাগাদ দিল্লি থেকে কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনা ভবিষ্যতে বিমানবন্দরগুলোতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *