মন্দিরে হঠাৎ ভজন! খুদের সুর শুনে থমকে গেলেন স্বামীজি-সহ দর্শনার্থীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
সুরের মূর্ছনা যে কোনও গভীর আবেগ জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। সম্প্রতি তামিলনাড়ুর এক মন্দিরের এমনই একটি ভিডিও মন জয় করেছে নেটদুনিয়ার। সেখানে এক কিশোরের ভক্তিগীতি শুনে মুগ্ধ হয়েছেন মন্দিরের স্বামীজি থেকে শুরু করে উপস্থিত সমস্ত ভক্তরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ পোশাক পরা এক কিশোর কপালে চন্দনের তিলক নিয়ে গভীর ভক্তিতে মগ্ন। মন্দিরের ঈশ্বরের উদ্দেশে সে কোনো দামী সামগ্রী বা প্রথাগত আচার-অনুষ্ঠান নয়, বরং নিজের সুরকেই উৎসর্গ করছে। তার ভক্তিমাখা কণ্ঠে ভজন শুনে উপস্থিত সকলেই যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। ওই কিশোরের কণ্ঠস্বর মন্দিরের আনাচে-কানাচে প্রতিধ্বনিত হচ্ছিল, যা শুনে দর্শনার্থীরাও নিজেদের কাজ থামিয়ে মন দিয়ে ভজন শুনছিলেন।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “হঠাৎ আমাদের প্রিয় ভাই গাইতে শুরু করায় আমরা অবাক হয়ে গিয়েছিলাম। ‘অবনরুল্লাল অবন্তাল বনঙ্গাগি’।”
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড় ওঠে। অনেকেই বলছেন, এই ভিডিওটি আধ্যাত্মিকতা এবং ভক্তির প্রকৃত অর্থ তুলে ধরেছে। একজন লিখেছেন, “গায়ে কাঁটা দিয়ে উঠল।” অন্য একজন মন্তব্য করেছেন, “কী পবিত্র ভক্তি ওর গানে, অপূর্ব।” আরেকজন লিখেছেন, “মনটা কেড়ে নিল। আমি আপ্লুত।” এই ধরনের ভিডিওগুলি বারবার ইন্টারনেটে জনপ্রিয়তা লাভ করে এবং ছোটদের সারল্যকে আরও উজ্জ্বল করে তোলে।