ফুটবল মাঠে পাকিস্তানি খেলোয়াড়ের ‘বিতর্কিত’ চা-পান উদযাপন, কিন্তু কেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের কাছে হার, ক্রিকেটারদের সঙ্গে বিতর্কের পর এবার ফুটবল মাঠে বিতর্ক তৈরি করল পাকিস্তানি দল। সম্প্রতি ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৭ দলের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভারতের বিরুদ্ধে গোল করার পর এক পাকিস্তানি ফুটবলারের অদ্ভুত সেলিব্রেশন দেখে অনেকেই হতবাক। মোহাম্মদ আবদুল্লাহ নামের সেই খেলোয়াড় গোল করার পর মাটিতে বসে চা পানের ভঙ্গি করেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
অনেকেই মনে করছেন, এই চা-পান উদযাপনের সঙ্গে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের একটি ঘটনার যোগসূত্র রয়েছে। ২০১৯ সালে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর অভিনন্দনকে পাকিস্তানে বন্দি করা হয়েছিল। সেই সময় তাঁকে পাকিস্তানি সেনার হেফাজতে চা পরিবেশন করা হয়, যার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। পরে অবশ্য পাকিস্তানকে অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হতে হয়েছিল। আবদুল্লাহর এই চা-পান উদযাপনের সঙ্গে সেই ঘটনার মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
শুধু ফুটবল নয়, ক্রিকেট মাঠেও সম্প্রতি একই ধরনের বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। এশিয়া কাপে ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটার হারিস রউফ দর্শকদের 0-6 দেখিয়েছিলেন, যা দু’দেশের সীমান্ত সংঘাতের একটি পুরনো ঘটনার প্রতীক বলে মনে করা হয়। পাকিস্তানের এই ধরনের বিতর্কিত উদযাপন নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
“The Tea was fantastic” celebration in Pakistan vs India U17 football match 🙈pic.twitter.com/3SpVf4fTa7
— I b r a h e e m (@Ibraheeeeem92) September 22, 2025