ট্রাম্পের শুল্কবাণ: নীরব কেন ভারত? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যা বললেন, তা শুনে চমকে উঠবেন আপনি! – এবেলা

এবেলা ডেস্কঃ

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপানো বিপুল শুল্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নীরব ছিল ভারত। মার্কিন প্রেসিডেন্টের একের পর এক আক্রমণাত্মক মন্তব্যের পরেও দিল্লি কেন পাল্টা কোনো জবাব দিচ্ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। অবশেষে সেই নীরবতা ভাঙলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি মরক্কোয় প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি বুঝিয়ে দিলেন, কেন নয়াদিল্লি ‘সংযত’ অবস্থান নিয়েছে।

রাজনাথ সিং বলেন, “যাঁরা উদারমনা হন, মুক্তমনা হন, যাঁদের হৃদয় বড়, তাঁরা সব কিছুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন না। আমরাও তাই করেছি। আমরা কোনো প্রতিক্রিয়া জানাইনি।” মোদি মন্ত্রিসভার কোনো সদস্যের মধ্যে তিনিই প্রথম এই বিষয়ে মুখ খুললেন। নাম না করে ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, “ভারতের অর্থনৈতিক বিকাশ দেখে হজম করতে পারছেন না ‘সবকা বস’।”

উল্লেখ্য, ট্রাম্পের অন্যায্য দাবির কারণে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি। এর উপর রুশ তেল কেনায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এমনকি, হোয়াইট হাউস থেকে মাঝে মাঝে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলা হলেও আড়ালে নাকি ট্রাম্প অনুরোধ করছেন, যেন ভারতের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয়। এমন পরিস্থিতিতে রাজনাথের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, “ভারতকে বিশ্বসেরা হতে কোনো শক্তি আটকাতে পারবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *